দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির হাতে দেশ কখনই নিরাপদ নয়: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i126494-দুর্নীতিবাজ_ও_স্বাধীনতা_বিরোধী_অপশক্তি_বিএনপির_হাতে_দেশ_কখনই_নিরাপদ_নয়_প্রধানমন্ত্রী
খুনি, দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির হাতে দেশ কখনই নিরাপদ নয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুনি, দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির হাতে দেশ কখনই নিরাপদ নয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগেই ভোট দিতে হবে। আজ  রবিবার সকালে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জনগনই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থ সম্পদের দিকে না তাকিয়ে সরকারের অর্জনগুলোকে সাধারন মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ন এই বিশেষ বর্ধিত সভা। যেখানে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি, ৭৮টি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা যোগ দেন ।  সভার শুরুতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্য ও আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোক প্রকাশ ও নিরবতা পালন করা হয়। সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে খুনী চক্র। তাদের দুঃশাসন আর দূর্নীতির বিরুদ্ধে, আওয়ামী লীগেই আস্থা রেখেছে জনগণ।

তিনি বলেন, বিএনপির হাতে বাংলাদেশ কখনই নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের উন্নতি হয়। তাই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে, তৃণমুল নেতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, জনগনের ভোটে আবারও ক্ষমতায় আসতে পারলে দারিদ্রতা থাকবে না বাংলাদেশে। পরে তৃণমূলের বিভিন্ন বিষয়, নির্বাচন ও মাঠের আন্দোলন নিয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন