জি২০ শীর্ষ সম্মেলনে হাসিনা-মোদির বৈঠকে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i127664-জি২০_শীর্ষ_সম্মেলনে_হাসিনা_মোদির_বৈঠকে_প্রাধান্য_পাবে_তিস্তা_ইস্যু_পররাষ্ট্র_সচিব
আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিস্তা ইস্যুতে আলোচনা তোলা হবে ঢাকার পক্ষ থেকে। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১৮:৫৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন শেখ হাসিনা
    নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন শেখ হাসিনা

আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিস্তা ইস্যুতে আলোচনা তোলা হবে ঢাকার পক্ষ থেকে। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জাতিসংঘ পানি সম্মেলন-২০২৩’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে পররাষ্ট্রসচিব বলেন, উচ্চ রাজনৈতিক পর্যায়ে তিস্তা নদীর হিস্যা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করে এসেছি। আশা করছি এবারও প্রধানমন্ত্রী বিষয়টি তুলবেন।

তিনি বলেন, আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ভারতের গঙ্গার পানি বণ্টন চুক্তি আছে, আলোচনায় সেটিও তোলা হবে। সব বিষয়ে আমাদের যৌথ নদী কমিশন এবং অন্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। হাসিনা-মোদির বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় নদী নিয়ে আলোচনা হবে কি না জানতে চাওয়ার জবাবে মাসুদ বিন মোমেন বলেন, এটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করিনি। অন্যান্য কয়েকটি বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৩