দণ্ডিত হয়েও খালেদা জিয়া মুক্তভাবেই চিকিৎসা নিতে পারছেন: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i128462-দণ্ডিত_হয়েও_খালেদা_জিয়া_মুক্তভাবেই_চিকিৎসা_নিতে_পারছেন_আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডিত হয়েও মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৮:৫০ Asia/Dhaka
  • দণ্ডিত হয়েও খালেদা জিয়া মুক্তভাবেই চিকিৎসা নিতে পারছেন: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডিত হয়েও মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি। এসময় আইনমন্ত্রী বলেন, তারপরও বিএনপি তার বিদেশে চিকিৎসার জন্য কোন আবেদন করলে তা দেখা যাবে। কিন্তু এ নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে আইন ভঙ্গ করলে,আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানান আইন মন্ত্রী।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি নিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চাইতে পারে। আইন মন্ত্রী আরও বলেন,খালেদা জিয়া কারাদন্ডে দন্ডিত হওয়ার পরেও উনার দন্ডাদেশ স্থগিত রেখে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা।#

পার্সটুডে/বাদশা রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।