বিদেশে চিকিৎসায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন খালেদা জিয়া: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i128938-বিদেশে_চিকিৎসায়_রাষ্ট্রপতির_কাছে_ক্ষমা_চেয়ে_আবেদন_করতে_পারবেন_খালেদা_জিয়া_আইনমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিতে, কোন শর্ত দেয়া হয়নি। বিদ্যমান আইনে খালেদা জিয়ার বিদেশ যাওয়ারও কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৪, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka
  • আইনমন্ত্রী আনিসুল হক
    আইনমন্ত্রী আনিসুল হক

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিতে, কোন শর্ত দেয়া হয়নি। বিদ্যমান আইনে খালেদা জিয়ার বিদেশ যাওয়ারও কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এখন কেবল রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি আইনী, রাজনৈতিক নয়। তাই বিএনপিকে এ বিষয়ে মিথ্যাচার না করার আহবান জানান আইনমন্ত্রী।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। 

আইনমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি তখন কোনো দণ্ডপ্রাপ্ত আসামি ও কয়েদি ছিলেন না। তখন তিনি সেনা সমর্থিত সরকারের চাপিয়ে দেওয়া সবকটি মামলায় জামিনে ছিলেন। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।