ড. ইউনুসকে হয়রানির উদ্দেশ্যে ডেকেছে দুদক, অভিযোগ আইনজীবীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i128968-ড._ইউনুসকে_হয়রানির_উদ্দেশ্যে_ডেকেছে_দুদক_অভিযোগ_আইনজীবীর
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, এখানে জালিয়াতি ও অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। ড. ইউনূসকে দেশে ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
অক্টোবর ০৫, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka
  • ড. মুহাম্মদ ইউনূস
    ড. মুহাম্মদ ইউনূস

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, এখানে জালিয়াতি ও অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। ড. ইউনূসকে দেশে ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ড. ইউনূসকে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে ড. ইউনূসের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে কথা বলেন। এসময় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময়ও তার সঙ্গে ছিলেন এ আইনজীবী। এসময়ে সাংবাদিকরা ড. ইউনুসের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা আইনগত বিষয়, যেহেতু দুদক ডেকেছে সেজন্য এখানে আসা।

আর দুদকের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসের নামে একটা মামলা করেছে দুদক। বলা হয়েছে শ্রমিকদের ৪৩৭ কোটি টাকা দেওয়া হয়নি। এর ভেতরে শ্রমিকরা তাদের অগ্রিম হিসেবে ২৬ কোটি টাকা দাবি করেছেন। শ্রমিকরা বলেছেন, ২০১৭ সাল থেকে আমরা মামলা করেছি। আইনজীবী কোনো ফি নেননি, বলেছেন মামলায় জিতলে আমাদের ৬ পারসেন্ট যারা পাবে তাদের অংশ তারা পাবে। এটা মূলত একজন নোবেল জয়ীকে হয়রানি করতে ষড়যন্ত্র করেই করা হয়েছে। 

এদিকে, দুদক সচিব মো: মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার আইন অনুযায়ী কাজ করে, ব্যক্তি পরিচয় দেখার কোনো সুযোগ নেই এখানে। সুতরাং উদ্দেশ্যপ্রণোদিত কাউকে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।