বিএনপির সাথে শর্তহীন সংলাপ হতে পারে- কাদের; গণতন্ত্র পূণরুদ্ধারের ফয়সালা রাজপথেই: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i129400-বিএনপির_সাথে_শর্তহীন_সংলাপ_হতে_পারে_কাদের_গণতন্ত্র_পূণরুদ্ধারের_ফয়সালা_রাজপথেই_ফখরুল
বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
অক্টোবর ১৫, ২০২৩ ১৭:৪২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিএনপি যে চারটি শর্ত দিয়েছে, সেগুলো প্রত্যাহার করা হলে, সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে বলে জানান দলটির সাধারণ সাধারণ সম্পাদক।

তবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথেই হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ (রোববার) রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং করণীয়' শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকবেন তারা।

বেগম খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায়ও নতি স্বীকার করেননি জানিয়ে তিনি বলেন, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, পুরনো কায়দায় আর নির্বাচন হতে দেয়া হবে না। পুরনো কায়দায় আবারও নির্বাচন, দেশের জনগণ মেনে নেবে না। জনগণের অধিকার আদায়ে রাজপথেই ফয়সালা হবে।

আসাদুজ্জামান খান কামাল

এদিকে ঢাকায় অপর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগুন সন্ত্রাস পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন। বলেছেন, জনগণ যাকে ভোট দেবে তারাই আগামীতে সরকারে যাবে। রোববার ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৫