দল-মতের উর্দ্ধে উঠে দেশ ও জনগণের সেবা করছে সরকার: প্রধানমন্ত্রী
(last modified Mon, 16 Oct 2023 12:49:55 GMT )
অক্টোবর ১৬, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দলমতের উর্দ্ধে উঠে দেশ ও জনগণের কল্যাণে আওয়ামীলীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানী ঢাকায় গণভবন থেকে ভার্চুয়ালী দেশের ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত মিউনিটি আই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দায়ীত্বে অবহেলা না কোরে মানুষকে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত, কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে, চিকিৎসা ক্ষেত্রে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরে আগামী দিনের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে বিরোধী দল-মতের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার দল-মত বিবেচনা না করে, সকল মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। জনগণ যাতে চিকিৎসায় অবহেলা না পায়, সেদিকে মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। এ সময় বৈশ্বিক সংকট বিবেচনায়, গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে, আবারো দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।