রাজনৈতিক সংকট নিরসনে শর্তহীন সংলাপের আশা মার্কিন রাষ্ট্রদূতের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130112-রাজনৈতিক_সংকট_নিরসনে_শর্তহীন_সংলাপের_আশা_মার্কিন_রাষ্ট্রদূতের
সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • রাজনৈতিক সংকট নিরসনে শর্তহীন সংলাপের আশা মার্কিন রাষ্ট্রদূতের

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

অন্যদিকে সুষ্ঠু,শান্তিপূর্ণ,গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের আশা করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন,  বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠক শেষে কথা হয় সাংবাদিকদের সঙ্গে। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জানান,সুষ্ঠু,অবাধ নির্বাচন উপহার দিতে  কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনে অনুকুল পরিবেশ থাকবে জানিয়ে সিইসি আশা করেন,বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।#

পার্সটুডে/ বাদশাহ রহমান/রেজওয়ান হোসেন/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন