সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130254-সরকারকে_পদত্যাগ_করতে_হবে_নইলে_কঠোর_আন্দোলনের_হুঁশিয়ারি_ইসলামী_আন্দোলনের
১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন কড়া হুঁশিয়ারী দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৩, ২০২৩ ১৮:৪৫ Asia/Dhaka
  • সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন কড়া হুঁশিয়ারী দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ  শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ ঘোষণা দেন দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল করতেই হবে, এর কোন বিকল্প নেই। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব বিরোধীদলের শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও জানান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সমাবেশ শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সাম্য ও মানবতার সরকার ছাড়া দেশের মানুষের জীবন মানের উন্নয়ন হবে না। তাই সবাইকে জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

এদিকে, জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত যুব মাজলিস ঢাকা মহানগর পদযাত্রার আগে এক বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে তারা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। একই সঙ্গে ৮ নভেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ করা হবে বলেও জানায় ইসলামী এ দলটি। 

সমাবেশে বক্তারা বলেন, যখন অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক যখন ডাক দিয়েছেন এবং বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নামতে শুরু করেছেন তখনই ওই আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে। এরপর আমরা যতবার তার জামিনের জন্য আবেদন করেছি, ততবার নাকচ করে দিয়েছে। তার কারণ এই সরকার আদালতকে ব্যবহার করছে। প্রশাসনকে তার হাতের মুঠোয় নিয়েছে বলেও অভিযোগ করেন আলেম সমাজ। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।