নির্বাচন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত
নিয়মরক্ষার আয়োজন চললেও তৈরি হচ্ছে না নির্বাচনী পরিবেশ: অভিমত বিশ্লেষকের
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার ইস্যুতে একদফা দাবি নিয়ে আন্দোলন করছে অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো। চলছে তাদের অবরোধ হরতালের কর্মসূচি। কিন্তু এর মধ্যে নির্বাচনী পরিবেশ ও তফসিল ঘোষণার পরিবেশ সুষ্ঠু বলে দাবি আসছে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে বিদেশী বিভিন্ন মহলের প্রেসক্রিপশনের টিক মার্ক পূরন করছে সরকার। তড়িঘড়ি করে ৪৪ দলকে নিয়ে নির্বাচনী সংলাপ আয়োজন করা হলেও মূলত যাদের সঙ্গে আলোচনা দরকার ছিল, তারাই ছিল অনুপস্থিত। কার্যত নিয়মরক্ষার আনুষ্ঠানিকতায় চলছে নির্বাচন আয়োজন। সংকট সমাধানের কিছুই দেখা যাচ্ছে না। তবে সব শেষ রাষ্ট্রপতি চাইলে এখন রাজনৈতিক সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ইস্যুর সমাধান আসতে পারে বলে মনে করেন এই নির্বাচন পর্যবেক্ষ ও বিশ্লেষক ড. কলিমুল্লাহ।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৯