জাতীয় সরকার গঠন ও ঘোষিত তফসিল বাতিলের দাবি ইসলামী আন্দোলনের
https://parstoday.ir/bn/news/bangladesh-i131840-জাতীয়_সরকার_গঠন_ও_ঘোষিত_তফসিল_বাতিলের_দাবি_ইসলামী_আন্দোলনের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে ৭ জানুয়ারি কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন সংগঠনটি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • জাতীয় সরকার গঠন ও ঘোষিত তফসিল বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে ৭ জানুয়ারি কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন সংগঠনটি।

আজ (শুক্রবার) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ মাদানি। তিনি বলেন, বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচন দেশবাসী রুখে দেবে।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অবৈধ সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের জনগণ যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠছে, তাতে সরকারের আখের রক্ষা হবে না।

মাদানি আরও বলেন, ইসলামী আন্দোলন মানুষের সঙ্গে আছে, প্রয়োজনে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার উৎখাত করবে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। সবার সঙ্গে আলোচনা করে স্বচ্ছ নির্বাচন করতে হবে। ২০১৪ ও ২০১৮ এর মত নির্বাচন আমরা চাই না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

অপরদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত জালালি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী ৭ জানুয়ারি আপনারা নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না।

তিনি বলেন, আজ সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে মাওলানা মামুনুল হকসহ বিরোধীদলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রেখেছে। এ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। এ সরকার আমাদের অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন বক্তারা। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৭