আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতা নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i131990-আধিপত্য_বিস্তারকে_কেন্দ্র_করে_খাগড়াছড়িতে_৪_ইউপিডিএফ_নেতা_নিহত
আবারো অস্থির হয়ে উঠছে পাহাড়। দুপক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতা নিহত

আবারো অস্থির হয়ে উঠছে পাহাড়। দুপক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে বলে। খাগড়াছড়িতে ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এটিই সবচেয়ে বড় ঘটনা। আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি  সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হয়েছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি শফিউল আলম ।

এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।#

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।