নির্বাচন হবে, ভোটাররাও আসবেন: প্রত্যাশা সিইসির
https://parstoday.ir/bn/news/bangladesh-i132342-নির্বাচন_হবে_ভোটাররাও_আসবেন_প্রত্যাশা_সিইসির
নির্বাচনে প্রতিদন্দ্বিতা হবে, ভোটাররাও আসবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৩ ১৮:৩২ Asia/Dhaka
  • নির্বাচন হবে, ভোটাররাও আসবেন: প্রত্যাশা সিইসির

নির্বাচনে প্রতিদন্দ্বিতা হবে, ভোটাররাও আসবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার সকালে রাজশাহী সার্কিট হাউজে জেলার ৬টি সংসদীয় আসনে অংশ নেয়া ৪০ জন প্রার্থীর সাথে,মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি  একথা বলেন।আচরণ বিধি লঙ্ঘন এবং যে কোন ধরণের সহিংসতা হলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান,প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও বলেন,নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে আমাদের মতবিনিময় সভা হয়েছে। তারা অন্তত আন্তরিক। তারা কিছু সমস্যার কথা বলেছেন যা স্থানীয় প্রশাসনসহ আমরা শুনেছি। সেই সমস্যাগুলো যদি সত্য হয় তাহলে কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।