উঠোন বৈঠক কিংবা পায়ে হেটে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা; ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i132376-উঠোন_বৈঠক_কিংবা_পায়ে_হেটে_জনসংযোগে_ব্যস্ত_প্রার্থীরা_ভোটারদের_দিচ্ছেন_নানা_প্রতিশ্রুতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা উন্নয়নের বার্তা নিয়ে ভোট চাচ্ছেন মানুষের কাছে । উঠোন বৈঠক কিংবা পায়ে হেটে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। লিফলেট বিতরণ আর পথসভায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা উন্নয়নের বার্তা নিয়ে ভোট চাচ্ছেন মানুষের কাছে । উঠোন বৈঠক কিংবা পায়ে হেটে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। লিফলেট বিতরণ আর পথসভায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর-বন্দরে চষে বেড়াচ্ছেন তারা। গণসংযোগের পাশাপাশি চলছে মাইকিং। অলি-গলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও, নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ উপলক্ষে ভোলা -১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। 

রংপুর-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড.শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে  শুরু করেন তার গণসংযোগ। কুমিল্লায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন, ৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। বরিশাল ৩ আসনে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা করেন, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু । ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসন থেকে নৌকার প্রার্থী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণায় নেমেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম শামীম ওসমান’ও। 

এদিকে, নানারকম প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করেছেন, তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনে সোনালী আশ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার  এবং স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেটলি প্রতীকের শাহজাহান ভূইয়া। ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট কামরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। মুন্সীগঞ্জ-১ আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থী, গোলাম সরোয়ার কবিরসহ প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায়।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।