২০২৩ সালে রেডিও তেহরানের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা
(last modified Sat, 06 Jan 2024 05:06:56 GMT )
জানুয়ারি ০৬, ২০২৪ ১১:০৬ Asia/Dhaka
  • ২০২৩ সালে রেডিও তেহরানের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান-বাংলা) আয়োজিত ২০২৩ সালের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক চিঠি, মতামত ও পরামর্শ, রিসিপশন রিপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও শ্রোতাদের মাঝে রেডিও তেহরানের পক্ষে প্রচারণাসহ বিভিন্ন দিক বিবেচনায় এ বছর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের কুষ্টিয়ার সিনিয়র ডিএক্সার মোখলেছুর রহমান এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপ। 

বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা।

শ্রোতাবন্ধুরা, মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

পার্সটুডে/আশরাফুর রহমান/৬