বিএনপির হাতেই উগ্রবাদের জন্ম, তারা রাজনীতিতে দুর্ঘটনা ঘটাতে চায়- মন্তব্য কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i134598-বিএনপির_হাতেই_উগ্রবাদের_জন্ম_তারা_রাজনীতিতে_দুর্ঘটনা_ঘটাতে_চায়_মন্তব্য_কাদেরের
বিএনপির হাত ধরেই উগ্রবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • বিএনপির হাতেই উগ্রবাদের জন্ম, তারা রাজনীতিতে দুর্ঘটনা ঘটাতে চায়- মন্তব্য কাদেরের

বিএনপির হাত ধরেই উগ্রবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে টিকে থাকার আর কোনও রসদ বিএনপির নেই। আন্দোলনের কোনো ইস্যু না থাকায় দলটির নেতারা নিজেদের আত্মতুষ্টির জন্য নানারকম কথা বলছে। দলটি দেশের রাজনীতিতে দুর্ঘটনা ঘটাতে চায়- বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। 

এদিকে, দেশে দ্রব্যমুল্যের লাগামহীন সিন্ডিকেটের জন্য ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে, তারা এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আওয়ামী সরকারের কাছে বিএনপির কোন দাবি দাওয়া নেই, কারণ জনগন বিএনপির সাথেই আছে, ঐক্যবদ্ধ হয়ে রাজপথেই তারা তাদের দাবী আদায় করবে। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, বর্তমান সরকার ক্ষমতা থাকাকালীন কখনও জনদুর্ভোগ কমবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান তিনি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।