লেকে মাছ নয়, মশার চাষ করা হচ্ছে: মেয়র আতিকের অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i135666-লেকে_মাছ_নয়_মশার_চাষ_করা_হচ্ছে_মেয়র_আতিকের_অভিযোগ
ঢাকার গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। এসময়, সাতদিনের মধ্যে লেকটি পরিষ্কারের কথা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেইসঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৬, ২০২৪ ১৬:১৪ Asia/Dhaka
  • গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
    গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

ঢাকার গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। এসময়, সাতদিনের মধ্যে লেকটি পরিষ্কারের কথা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেইসঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র।

শনিবার সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, লেকে মাছ নয় মশার চাষ করা হচ্ছে। এই সমস্যা সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এলাকার বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা শহরে সকল লেক পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।