শিশুদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে: শেখ হাসিনা
(last modified Sun, 17 Mar 2024 12:47:59 GMT )
মার্চ ১৭, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  • বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আজকের শিশুদের প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য প্রযুক্তি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার।

আজ (রবিবার) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুর মেধা বিকাশে অভিভাবকদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল, গার্ড অব অনার প্রদান করে।

পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখানে আয়োজিত শিশু দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই নারী ও শিশুদের সুরক্ষা এবং উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা হবে আগামীর কাণ্ডারি। তাই শিশুদের সেভাবেই গড়ে তুলতে হবে। শিশুরা যাতে ছোট থেকেই মেধাবিকাশের সুযোগ পায়, সেদিকে বিশেষ নজর দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া গাজায় শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় নীরব থাকায়, মানবাধিকার কর্মীদের সমালোচনা করেন সরকার প্রধান। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৭