ভারতীয় পণ্য বর্জনে ফখরুলের বক্তব্য জানতে চান কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i135942-ভারতীয়_পণ্য_বর্জনে_ফখরুলের_বক্তব্য_জানতে_চান_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মঈন খান বললেন, ভারতকে গণতন্ত্র উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। অন্যদিকে রুহুল কবির রিজভী তার চাদর খুলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বর্জন শুরু করলেন। বিএনপি আসলে কী চায়?”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২৪ ১৫:০৮ Asia/Dhaka
  • ভারতীয় পণ্য বর্জনে ফখরুলের বক্তব্য জানতে চান কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মঈন খান বললেন, ভারতকে গণতন্ত্র উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। অন্যদিকে রুহুল কবির রিজভী তার চাদর খুলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বর্জন শুরু করলেন। বিএনপি আসলে কী চায়?”

আজ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বললেন।

তিনি বলেন, 'ভারতীয় পণ্য বর্জন’  নিয়ে “বিএনপির নেতারা একেক জন একেক কথা বলছেন। আমি জানতে চাই, বিএনপির মহাসচিব তথা দলের মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল সাহেব কি বলেন?

'হাফিজ সাহেব, রিজভী, মঈন খান, আমির খসরু কি বললেন  তার চেয়েও আমরা এখানে গুরুত্ব দিয়ে জানতে চাইব ফখরুল সাহেব কি বলেন।“

কী কারণে বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জন করার কথা বলতে পারেন, সেই প্রশ্নে কাদের বলেন, “বিএনপির নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেরাই ক্লান্ত এবং তাদের কর্মীরা হতাশ। এ সময় নেতাদের কারও সাথে কারও কথার মিল আমরা দেখি না। বিএনপি আসলে কী চায়?”

গত সপ্তাহে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের ডাকে দলের সমর্থন জানিয়ে তার গায়ে থাকা কাশ্মীরি শাল আগুন ছুড়ে ফেলেন।

তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, এ বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি, স্থায়ী কমিটিতে আলোচনাও হয়নি। রিজভী এ কাজ করবেন, সেটাও জানা ছিল না তাদের।

সরকারের অর্জনকে বিএনপি ‘ধ্বংস করতে চায়’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “এ কারণেই ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তারা। বাংলাদেশ আর ভারতের যে অবস্থা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি রপ্তানি হয়ে থাকে এর ভিতরে এই ধরনের কথা বাস্তবসম্মতও না, বাস্তবতাও নাই।”

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি কতখানি বাস্তবসম্মত– এ প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  “কী কারণে মধ্যবর্তী নির্বাচন? নির্বাচন এই দেশের সংবিধান অনুযায়ী হবে।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।