ইউনেস্কো পুরস্কার নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছেন ড.ইউনূস: শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i136048-ইউনেস্কো_পুরস্কার_নিয়ে_বিভ্রান্তি’_ছড়াচ্ছেন_ড.ইউনূস_শিক্ষামন্ত্রী
বাংলাদেশের আদালতে দণ্ডিত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস ‘অন্য একটি পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন’ বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৭, ২০২৪ ১৬:৫০ Asia/Dhaka
  • ইউনেস্কো পুরস্কার নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছেন ড.ইউনূস: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের আদালতে দণ্ডিত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস ‘অন্য একটি পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন’ বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ(বুধবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ ড. ইউনূস ইউনেস্কোর নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, এটি অনৈতিক এবং অপরাধমূলক। আমাদের দেশের জন্য এটি মানহানিকর যে, একজন ইসরাইলি ভাস্করের পুরস্কারকে তিনি ইউনেস্কো পুরস্কার হিসেবে প্রচার চালাচ্ছেন।” শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কো তাকে নিশ্চিত করেছে যে তারা ড. মুহাম্মদ ইউনূসকে এই নামে কোনো সম্মাননা দেয়নি।

ইউনূস সেন্টার গত ২১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. মুহাম্মাদ ইউনূসের ওই পুরস্কারপ্রাপ্তির খবর দেয়। আর সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়, আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরামে অংশ নিয়ে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিনে তাকে ‘ইউনেস্কার দি ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে নৈশ ভোজে তার হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। আর সেই সম্মাননা গ্রহণের একটি ভিডিও গত ১৭ মার্চ মুহাম্মাদ ইউনূসের ফেইসবুক পেইজেও প্রকাশ করা হয়। সেই পোস্টে একে ইউনেস্কোর পুরস্কার বলে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।