আবারও সংলাপ চেয়ে আগামীকাল প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট
https://parstoday.ir/bn/news/bangladesh-i65542-আবারও_সংলাপ_চেয়ে_আগামীকাল_প্রধানমন্ত্রীকে_চিঠি_দেবে_ঐক্যফ্রন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমিত পরিসরে আবারও সংলাপ চেয়ে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৩, ২০১৮ ২৩:৫৬ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমিত পরিসরে আবারও সংলাপ চেয়ে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ (শনিবার) রাতে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করতে, নির্বাচন কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছে, তাও প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ থাকবে বলে জানান তিনি।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, ‘জাতীয় ঐক্যের ৭ দফা দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেওয়া হবে। যেহেতু তিনি বলেছিলেন, এটা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে, সেই আলোচনার আহ্বান জানিয়ে আবার একটি চিঠি আগামীকাল দেওয়া হচ্ছে।’

এদিকে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র  হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩