শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i69294-শিবগঞ্জ_সীমান্তে_বিএসএফের_গুলিতে_দুই_বাংলাদেশি_নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০২, ২০১৯ ১০:৩৮ Asia/Dhaka
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত (ফাইল ফটো)
    বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত (ফাইল ফটো)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল (সোমবার) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

স্থানীয়রা জানায়, সোমবার দিনগত রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন। পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিবগঞ্জ উপজেলার ৮ নং মনাকষা ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন জানান, বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে দুইজন নিহত হয়েছেন বলে শুনেছি।

কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হবে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/২