সম্রাট গ্রেফতার হবেন কিনা ধৈর্য ধরলেই জানা যাবে: র‌্যাব ডিজি
https://parstoday.ir/bn/news/bangladesh-i74193-সম্রাট_গ্রেফতার_হবেন_কিনা_ধৈর্য_ধরলেই_জানা_যাবে_র_্যাব_ডিজি
ক্যাসিনো-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হবে কিনা সেটি ধৈর্য ধরলে জানা যাবে, বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
অক্টোবর ০৪, ২০১৯ ১৩:৩৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ
    বক্তব্য রাখছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

ক্যাসিনো-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হবে কিনা সেটি ধৈর্য ধরলে জানা যাবে, বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ (শুক্রবার) সকালে বনানী দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষেণে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, ‘শুদ্ধি অভিযানে কারা গ্রেফতার হবে, কারা গ্রেফতার হবে না সেটা আমাদের দেখার বিষয় না। যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের গ্রেফতার করা হবে।’

সম্রাট এখন কোথায় এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কারও নাম বলব না। শুধু বলতে চাই আপনারা ধৈর্য ধরলেই দেখতে পাবেন। এর বাইরে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্যাসিনোর জন্য পুলিশ একা দায়ী নয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার ওপরও দায় পড়ে।’ এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবপ্রধান বলেন, ‘এটা আসলে আমি জানি না উনি বলেছেন কিনা। উনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। ওনার এই ধরনের মন্তব্য করার কথা না আমি যতটুক জানি। আমি ধারণা করব যে উনি এ ধরনের মন্তব্য করেন নাই, তাই এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা সাতটি ম্যান্ডেট নিয়ে কাজ করছি। আমাদের সর্বশেষ ম্যান্ডেট হচ্ছে সরকার যখন যা নির্দেশ দিবে তাই করব। সুতরাং সরকার নির্দেশিত না হলে, সাধারণত আমরা ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করি না।’

বেনজীর আহমেদ বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, এবার প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার কথা বলেছেন। চলমান দুর্নীতিবিরোধী বা শুদ্ধি অভিযান অনেক বড় একটি বিষয়। এই অভিযানের সঙ্গে শুধুমাত্র র‌্যাব ফোর্সেস জড়িত না। আর এই অভিযানে র‌্যাব লিড এজেন্সি নয়। আমরা সহযোগী প্রতিষ্ঠান, আমরা সরকারের নির্দেশে কাজ করছি।’

ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত রোববার এ–সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়েছে। পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, সম্রাট এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।