মুজিববর্ষের লোগো উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার জন্ম না হলে কখনই বাংলাদেশের জন্ম হতো না। ১৯৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয় পায়। কিন্তু পাকিস্তান বাঙালিদের সরকার গঠন করতে দেয় নি। বঙ্গবন্ধুর নির্দেশ মেনে বাংলাদেশের মানুষ যুদ্ধে অংশ নেয়। ১৬ ডিসেম্বর আসে আমাদের বিজয়।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। চারদিকে মানুষের বিজয়ের হাসি। অধীর আগ্রহে অপেক্ষা করেছে শেখ মুজিবের জন্য। যেদিন তিনি ফিরে এলেন (১০জানুয়ারি) সেদিন বাঙালি আনন্দে ভেঙে পড়ে।
তিনি আরো বলেন, জীবনের বেশির ভাগ সময় বঙ্গবন্ধু জেলে কাটিয়েছেন। বাংলার মানুষের জন্য কষ্ট করেছেন। তার নেতৃত্বেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
প্রতিবছরই ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এবারই প্রথম রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে তুলে ধরা হয়। যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই তৈরী হয় আবেগঘন মুহূর্তের।শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে প্যারেড গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করেন তিনি।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান /এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।