চিকিৎসা ও সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ
বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনসহ ৮৫৪ পুলিশ করোনায় আক্রান্ত
-
ত্রাণ বিতরণে কয়েকজন পুলিশ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে ৮৫৪ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে গতকাল (শনিবার) পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন।
পুলিশ সদর দফতার সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্র জানায়, রোববার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।
এর আগে, ১ মে (শুক্রবার) সকালে মারা যান ঢাকায় নাজির উদ্দীন নামে এক এসআই। আগে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিনের করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়। এ পর্যন্ত যে পাঁচজন মারা গেছেন, তাঁরা সবাই ডিএমপির সদস্য।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘করোনাযুদ্ধে আমাদের পাঁচ সদস্য মারা গেলেও দমে যাইনি আমরা। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে চলেছেন। মানুষকে সেবা দিয়ে চলেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশের প্রতিটি সদস্য সামাজিক নিরাপত্তা বজায় রাখাসহ সব ধরনের কাজ করছেন।’
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘নাগরিকদের নিরাপত্তায় কাজ করতে গিয়ে যেসব পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা এবং অন্যদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
ফায়ার সার্ভিসের ৯ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয় জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের একজনকে হোম কোয়ারেন্টাইন এবং বাকি আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৭ জন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের।
নারায়নগঞ্জে র্যাবের ৪২ জন আইসোলেশনে
করোনাভাইরাস সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জে র্যাবের ৪২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, আক্রান্ত র্যাব সদস্যদের অধিকাংশের কোনো উপসর্গ নেই।
এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ এক হাজার ২৬ জন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।