চাকসুর ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা
https://parstoday.ir/bn/news/event-i153030-চাকসুর_ভোট_গ্রহণ_শেষ_ফলাফলের_অপেক্ষা
বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।
(last modified 2025-10-15T12:43:31+00:00 )
অক্টোবর ১৫, ২০২৫ ১৪:৫২ Asia/Dhaka
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।

তবে ভোটকেন্দ্রের ভেতরে সারিতে অপেক্ষমাণ ভোটাররা বিকেল চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা অবস্থান করছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন  বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বিকেল চারটায় শেষ হয়েছে। এখন কেন্দ্র থেকে ব্যালটগুলো পৃথক করে ডিন কার্যালয়ে নেওয়া হবে। এরপর সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।

এবারের নির্বাচনে দিনভর ভোটারদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল। তবে সই ছাড়া ব্যালট পেপারে ভোট দেওয়া, অমোচনীয় কালি ওঠে যাওয়াসহ নির্বাচনে ভোটগ্রহণে অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ করে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল।

আজ বুধবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। তবে শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য রিহার্সাল: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য রিহার্সাল হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের নির্বাচন, তারা এটি অধীর আগ্রহে ছিল। নির্বাচনি প্রচারণা চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। কারও পথে বাধা আসেনি। আচরণবিধি মেনে তারা নির্বাচনের জন্য বন্ধুসুলভ পরিবেশ বজায় রেখেছে।

'যেকোনো নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি শিক্ষার্থীদেরই পাওয়া উচিত,' বলেন উপাচার্য। উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোট গণনার জন্য ওএমআর প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন কোনো সময় নষ্ট না হয়।

ভোটগ্রহণে ধীরগতি নিয়ে ছাত্রশিবিরসমর্থিত প্যানেলের উদ্বেগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতি এবং অমোচনীয় কালি ব্যবহার না করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল 'সম্প্রীতির শিক্ষার্থী জোটে'র ভিপি (সভাপতি) প্রার্থী ইব্রাহীম রনি।

আজ বেলা প্রায় ১১টায় আইটি অনুষদের ভোটকেন্দ্রে ভোট দেন রনি। এরপর তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা দেখছি, ভোট ধীরে চলছে। সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুনেছি, এখন পর্যন্ত মাত্র কিছু ভোট পড়েছে।'

এই প্রার্থী বলেন, তার প্যানেল ভোট জালিয়াতি রোধে অমোচনীয় কালি ব্যবহারের দাবি জানিয়েছিল। তিনি অভিযোগ করেন, ভোটে ব্যবহৃত কালি সহজেই মুছে ফেলা যাচ্ছে। আমি কেবল ভোট দিয়ে বের হলাম। আমার হাত দেখুন, কালি মুছে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার ১৫ দিন পর্যন্ত স্থায়ী কালি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা ১৫ মিনিটও টেকেনি,' বলেন তিনি। 'যদি কালি মুছে যায়, তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। ২৮ হাজার শিক্ষার্থী এই প্রশ্ন তুলবেন,' আরও বলেন তিনি।

অমোচনীয় কালি না পাওয়ার কারণ জানাল নির্বাচন কমিশন, দিচ্ছে সাধারণ মার্কার

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন

এদিকে, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেওয়া হচ্ছে, তা এক ঘষাতেই উঠে যাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে মনির উদ্দিন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সাধারণত জার্মানি থেকে অমোচনীয় কালি আনা হয়। নির্বাচনের পরে তা আবার ধ্বংসও করা হয়। ফলে অমোচনীয় কালি পাওয়ার কোনো সুযোগই নেই। এখন ভোটারদের আঙুলে সাধারণ মার্কার দিয়ে কালি দেওয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

চাকসু নির্বাচন: কলা অনুষদে ভোটগ্রহণ সম্প্রচারের এলইডি স্ক্রিন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচন সরাসরি সম্প্রচারে এলইডির স্ক্রিনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

তবে কলা ও মানববিদ্যা অনুষদের এলইডি স্ক্রিনটি বন্ধ হয়ে আছে। এই অনুষদে নয়টি ক্যামেরায় ভোটগ্রহণ এলইডি স্ক্রিনে সম্প্রচারের ব্যবস্থা ছিল।

শুরুতে তিনটি ক্যামেরা বন্ধ ছিল। বাকিগুলো স্ক্রিনে দেখা যাচ্ছিল। পরে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্ক্রিনটি বন্ধ রয়েছে। এ নিয়ে  শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৫