রেডিও তেহরানের সাংবাদিক আশরাফুর রহমানের বাবার ইন্তেকাল
রেডিও তেহরানের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান আকন্দের বাবা আব্দুস সালাম আকন্দ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
আজ (শনিবার) বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আব্দুস সালাম আকন্দ ডায়াবেটিস ও জন্ডিসে ভুগছিলেন। আজই রাত সাড়ে ৯টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হবে।
সাংবাদিক আশরাফুর রহমান তাঁর বাবার নাজাতের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
আব্দুল সালাম আকন্দের মৃত্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা-আইআরআইবি'র বাংলা বিভাগের (রেডিও তেহরান) কলাকুশলীরা গভীর শোক প্রকাশ করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।