বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা ২ হাজার ছাড়াল, সুস্থ ৩৩৩
-
করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত পুলিশ
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ (শুক্রবার) পর্যন্ত আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪১ জন। এর মধ্যে ডিএমপির এক হাজার ৪১ জন সদস্য রয়েছে। এছাড়া, ইতোমধ্যে ডিএমপির সাতজন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন।
পুলিশ সদরপ্তরের বরাত দিতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৯১ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১ হাজার ১৭১ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ৩৩৩ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।

সিএমএইচের ভর্তি ৩৪৫
এদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক ও বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ছয়জন মারা গেছেন এবং ভর্তি থাকা অপর সব রোগী সুস্থ রয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।