ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রেকর্ডরুমে আগুন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রেকর্ডরুমে আগুন লেগে মামলার নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় আজ মঙ্গলবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এর নির্দেশে গঠিত চার সদস্যের এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজকে। কমিটির অপর সদস্যরা হলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেট, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আদালত চলার সময় হঠাৎ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের পেছনের অংশ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। তখন সবাই দ্রুত এজলাসকক্ষ থেকে বেরিয়ে আসেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় এজলাসকক্ষের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে এজলাসকক্ষের রেকর্ডরুমে থাকা বিভিন্ন মামলার নথিপত্র পুড়ে যায়। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন জানিয়েছেন, এজলাসকক্ষের ওপরের সিলিংয়ে ২০০৯ সাল থেকে নিষ্পত্তি হওয়া পুরোনো বিবিধ মামলার কাগজপত্র রাখা হয়। সেখানে আগুন লেগে এরকম কিছু নথি পুড়ে গেছে। বাকি নথি সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন, আগুনে এজলাসকক্ষের ওপরে রাখা বিবিধ মামলার কিছু কাগজপত্র পুড়ে গেছে। এসব কাগজপত্র মূল মামলার কোনো নথিপত্র নয়। মূলত জামিন আবেদনসহ বিবিধ মামলার নথিপত্র সেখানে রাখা হয়েছিল। তিনি নিজে পুড়ে যাওয়া কাগজপত্র দেখেছেন। বিচারসংক্রান্ত কোনো নথিপত্র সেখানে ছিল না।
সিলেটে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন
সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আজ সকালে আগুন লাগার কারণে সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দুপুর নাগাদ আগুনের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। আশপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও আগুন নিয়ন্ত্রণের জন্য খবর দেওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এ মুহুর্তেই জানা যায়নি। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।