করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে মৃত্যু ও শনাক্তে অতীতের সকল রেকর্ড ভঙ্গ
(last modified Mon, 26 Jul 2021 13:08:07 GMT )
জুলাই ২৬, ২০২১ ১৯:০৮ Asia/Dhaka
  •  করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে মৃত্যু ও শনাক্তে অতীতের সকল রেকর্ড ভঙ্গ

বাংলাদেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোতেই অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছ। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন।

এর আগে দেশে চলতি বছরের ১৯শে জুলাই ২৩১ জনের মৃত্যুর রেকর্ড ছিল। আর এবছরের ১২ই জুলাই সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমনে  মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫২১; আর মোট শনাক্ত ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি পরীক্ষাগারে ৫৩ হাজার ৩১৬টি নমুনা সংগ্রহ এবং ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় শনাক্তের হার পাওয়া গেছে ২৯ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। সরকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭২ জন। শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯৫৩ জন। এই বিভাগে শনাক্তের হার ২৮ দশমিক ৮৫ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ। মারা গেছে ৩৬ জন।

চট্টগ্রামে মারা গেছেন ৬১ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৬৭ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৬০ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২১ জন। শনাক্ত হয়েছে ৯০৮ জন। শনাক্তের  হার ২০ দশমিক ৭৬ শতাংশ।রংপুর বিভাগে মারা গেছেন ১৬ জন। শনাক্তের সংখ্যা ৬৭৮ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৩৬ শতাংশ।খুলনা বিভাগে মারা গেছেন ৪৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৬ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৩০ শতাংশ।

বরিশাল বিভাগে মারা গেছেন ১২ জন। শনাক্তের সংখ্যা ৮৪১ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৫ শতাংশ। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৫৯৫ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৪ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৫৬৪ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৯ শতাংশ। ##

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ