১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল হবে কঠোর বিধিনিষেধ
(last modified Sun, 08 Aug 2021 12:10:35 GMT )
আগস্ট ০৮, ২০২১ ১৮:১০ Asia/Dhaka
  • ১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল হবে কঠোর বিধিনিষেধ

বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গত কদিনে যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দু’শ-র ওপরে আছে। সেবিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী, ১১ই আগস্ট থেকে অফিস-আদালত এবং দোকানপাট খুলে দেয়া হবে। সেদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে।

স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

ওদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ সবশেষ ঘোষণায় দুই দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজ (  ৮ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কঠোর বিধিনিষেধ তো মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত। এ সময় পর্যন্ত স্থল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত বন্ধের মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে মাশফি বিনতে শামস বলেন, ‘আমরা এটা নিয়ে আবার বসব। তখন সিদ্ধান্ত হবে।

’উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতিr অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটিরস‌ঙ্গে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে দেয় বাংলা‌দেশ।পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় আটদিনেরজন্য ৮ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যাকমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পাড়ছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।