সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না; ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i98740-সাম্প্রদায়িক_শক্তি_বুঝে_ফেলেছে_সরকারকে_ভোটে_হারানো_যাবে_না_ওবায়দুল_কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৭, ২০২১ ১৭:৫০ Asia/Dhaka
  • সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না; ওবায়দুল কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমেই বাংলাদেশের শিরোনাম:

  • কুমিল্লায় মণ্ডপের ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেপ্তারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
  • ওবায়দুল কাদের বললেন-সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না-কালের কণ্ঠ

  • ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে মানুষ: ফখরুল’-যুগান্তর
  • আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান-দৈনিক ইত্তেফাক

  • মোদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিলে বাংলাদেশে সহিংসতার বিষয়টি উত্থাপন গুরুত্ব পাবে'-মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • স্পিকারের সময় মিলেছে, মঙ্গলবার সকালে সাংসদ  পদে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়--আনন্দবাজার পত্রিকা
  • প্রাপ্য সম্মান পাননি নেতাজি, নাম না করে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ -সংবাদ প্রতিদিন
  • স্বস্তি বাড়িয়ে গত সাত মাসে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, সুস্থতার হারে রেকর্ড -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কুমিল্লায় মণ্ডপের ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেপ্তারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর-দৈনিক প্রথম আলো

কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ী ব্যক্তিদের খুব শিগগির গ্রেপ্তার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি, খুব শিগগির তাদের (দায়ী) গ্রেপ্তার করতে পারব।’ আসাদুজ্জামান খান আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে। এ বিষয়ে খুব শিগগির তিনি তথ্য জানাতে সক্ষম হবেন।

কুমিল্লার হামলার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।মন্ত্রী মনে করেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বললেন-সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না-কালের কণ্ঠ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তি কিন্তু তৎপর। তারা বুঝে ফেলেছে যে শেখ হাসিনা সরকারকে ভোটে হারানো যাবে না, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ সাড়া দেবে না।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে  এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন,  বাংলাদেশের উন্নতিকে বিরোধী পক্ষ সহ্য করতে পারছে না। পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে সে স্বীকৃতি বিএনপি মেনে নিতে পারছে না। দেশে এখনো নির্বাচন হলে শেখ হাসিনাই বিজয়ী হবে।

ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে মানুষ: ফখরুল’-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী নীতির কারণে সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশে নৈরাজ্য ভয়ালরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ এখন জীবন-মরণের সন্ধিক্ষণে ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। 

রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নানা ‘বায়োস্কোপ’ প্রদর্শন করে তাদের অমানবিকতার বলি করছে দেশের নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে। গত বুধবার সকালে কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনাসহ দেশব্যাপী রক্তাক্ত সংঘাত ছড়িয়ে পড়ে।মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরঞ্জিত শক্তি প্রয়োগের কারণে জীবনহানি ও গুরুতর আহতসহ দেশের বিভিন্ন জনপদ রক্তরঞ্জিত হচ্ছে। 

আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান-দৈনিক ইত্তেফাক

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷

চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷

জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷

মোদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিলে বাংলাদেশে সহিংসতার বিষয়টি উত্থাপন গুরুত্ব পাবে'-মানবজমিন

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উত্থাপন বেশি গুরুত্ব বহন করবে যদি তিনি নিজ দেশে অর্থাৎ ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রেও একই রকম আশ্বাস দিতে পারেন।রবিবার এক টুইটবার্তায় ভারতের প্রখ্যাত ইংরেজি পত্রিকা দ্য হিন্দুর কূটনৈতিক বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দার এমন মন্তব্য করেছেন। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি লিখেছেনঃ"বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) যদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে একই আশ্বাস দিতে পারেন তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়টি উত্থাপন করা আরও বেশি গুরুত্ব বহন করবে। ফরেন পলিসি-ডমেস্টিক পলিসির যোগসূত্রে ভালো খারাপ দুই ধরনের প্রভাবই রয়েছে।"

স্পিকারের সময় মিলেছে, মঙ্গলবার সকালে সাংসদ  পদে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়--আনন্দবাজার পত্রিকা

১৯ অক্টোবর মঙ্গলবার, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল ১১টায় সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এর আগে একাধিক বার চিঠি লিখে স্পিকারের সময় চেয়েছিলেন বাবুল। কিন্তু তখন তাঁকে স্পিকার সময় দেননি। রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, ১৯ অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে সময় দেওয়া হয়েছে।সেই মতো বাবুল মঙ্গলবার দিল্লি গিয়ে সাংসদ পদে ইস্তফা দেবেন। বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা ‘অনৈতিক’ কাজ হবে। যদিও বাংলায় তেমন কিছু দৃষ্টান্ত রয়েছে। এখন দেখার যে, সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে কবে আসানসোলে উপনির্বাচন ঘোষণা করা হয়। এখনও প্রায় ৩ বছর লোকসভা ভোট হতে বাকি।

স্বস্তি বাড়িয়ে গত সাত মাসে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, সুস্থতার হারে রেকর্ড -আজকাল

রবিবার কেন্দ্রের দেওয়া করোনা গ্রাফে স্বস্তি। গত সাতমাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৪ হাজার ১৪৬ জন। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৮৮ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লক্ষের নীচে নেমে হল ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। সুস্থতার হার ৯৮.১০ শতাংশ। যা করোনাকালে সর্বাধিক। এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল। সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৫৫। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু। 

প্রাপ্য সম্মান পাননি নেতাজি, নাম না করে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ -সংবাদ প্রতিদিন

আন্দামানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্দনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। ফের একবার নেতাজি প্রসঙ্গ টেনে এনে বিরোধীদের খোঁচাও দিলেন শাহ।

এদিন নাম না করে কংগ্রেসকে (Congress) তোপ দেগে অমিত শাহ দাবি করেন, নেতাজির সঙ্গে অবিচার হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা উচিত। কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে অবদান, সে জন্য তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। উলটে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। অমিত শাহ বলেন, “ আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দিই, আমরা দেখতে পাই যে, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে ইতিহাসে প্রাপ্য স্থান দেওয়া হয়নি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।