বিজেপি ক্ষমতায় এলে মমতাসহ সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে ভরবে: কেজরিওয়াল
https://parstoday.ir/bn/news/event-i137530-বিজেপি_ক্ষমতায়_এলে_মমতাসহ_সমস্ত_বিরোধী_নেতা_নেত্রীকে_জেলে_ভরবে_কেজরিওয়াল
সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তাহলে তামিলনাড়ুর এমকে স্তালিন থেকে শুরু করে বাংলার মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে যেতে হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১১, ২০২৪ ১৭:১১ Asia/Dhaka
  • কেজরিওয়ালকে ফুলেল শুভেচ্ছা
    কেজরিওয়ালকে ফুলেল শুভেচ্ছা

সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তাহলে তামিলনাড়ুর এমকে স্তালিন থেকে শুরু করে বাংলার মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে যেতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পান কেজরিওয়াল। লোকসভা ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ইডি গ্রেফতার করে।

সেই প্রসঙ্গে ধরে আজ (শনিবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে ভরে দেশের রাজনীতিকেই খতম করে দেবে। এখন আমাদের (আপ) মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন। আর এরা যদি এ বার ক্ষমতায় ফেরে তবে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্তালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেসহ সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে পাঠাবে।’’

মোদীর নিশানায় বিজেপিরও এক নেতা রয়েছেন বলে দাবি করে কেজরিওয়াল বলেন, ‘‘বিজেপিতে এখন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, এমএল খট্টর, রমন সিংহদের রাজনীতি শেষ। ওদের পরবর্তী লক্ষ্য যোগী আদিত্যনাথ। দেশের ক্ষমতায় ফেরার দু’মাসের মধ্যেই যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেবে বিজেপি।’’

কেজরিওয়ালের দাবি, “নরেন্দ্র মোদি এবং অমিত শাহই বিজেপির অন্দরের পাওয়ার সেন্টার। ওরাই সবার ক্ষমতা নিয়ন্ত্রণ করেন।”

সংবাদ সম্মেলনে কেজরিওয়াল অভিযোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম আদমি পার্টিকে দুমড়ে-মুচড়ে দিতে চেয়েছেন। চেষ্টার কোনও কসুর রাখেননি তিনি। কিন্তু ভগবানের দয়ায় আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি।’’

কেজরি জানিয়েছেন, গত ৭৫ বছরে আর কোনও রাজনৈতিক দলকে এমন হেনস্থার শিকার হতে হয়নি।

গতকাল (শুক্রবার) কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত একইসঙ্গে জানিয়েছে, কেজরিকে ২ জুন আবার জেলে ফিরতে হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।