উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা
https://parstoday.ir/bn/news/event-i138016-উৎসব_করছেন_ফিলিস্তিনি_ও_লেবাননি_নাগরিকরা
অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের মধ্যে। ইসরাইলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য আজ (রোববার) অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৬, ২০২৪ ১৬:০১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের মধ্যে। ইসরাইলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য আজ (রোববার) অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে। 

পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর দুরা, আইন আল-হিলওয়ে, নাহার আল-বারেদ, আল-বুস এবং লেবাননের রাশিদিয়েতে আনন্দ মিছিল হয়েছে।এর আগে হামাসের আল-কাসসাম ব্রিগেড গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে জটিল একটি অভিযান পরিচালনা করে। 

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা আজ ভোররাতে এই বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস যোদ্ধারা একটি জটিল অভিযান চালান। তারা ইহুদিবাদী সেনাদেরকে ফাঁদে ফেলে একটি টানেলের মধ্যে নিয়ে যান। সেখানে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয় যাতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হয়।

এদিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় রক্তাক্ত ইসরাইলি সৈন্যকে একটি টানেলের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া রয়েছে আটক করা ক্লান্ত সেনা ও রাইফেলের ছবি।#

 পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬