বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু: যুদ্ধ থামাবে না ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i138216-বাইডেনের_প্রস্তাব_প্রত্যাখ্যান_করলেন_নেতানিয়াহু_যুদ্ধ_থামাবে_না_ইসরাইল
অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০১, ২০২৪ ১৯:০৬ Asia/Dhaka
  • জো বাইডেন-বেনিয়ামিন নেতানিয়াহু
    জো বাইডেন-বেনিয়ামিন নেতানিয়াহু

অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ (শনিবার) এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, “যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। শর্তগুলো হচ্ছে- হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা।

নেতানিয়াহু আরও বলেন, “স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন সেটিকে ইসরাইলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেন। তার প্রস্তাবে বলা হয়- প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এরপর ইসরাইলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল, আর হামাস মুক্তি দেবে ইসরাইলি জিম্মিদের— যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১