প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ রবিবার: শেখ হাসিনা দিল্লি যাবেন শনিবার
https://parstoday.ir/bn/news/event-i138360-প্রধানমন্ত্রী_হিসেবে_মোদির_শপথ_রবিবার_শেখ_হাসিনা_দিল্লি_যাবেন_শনিবার
আগামী ৯ জুন রবিবার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এর আগে শনিবারের কথা বলা হলেও শপথ গ্রহণের সময় হিসেবে রোববার সন্ধ্যা চূড়ান্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) এই তথ্য জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৬, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

আগামী ৯ জুন রবিবার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এর আগে শনিবারের কথা বলা হলেও শপথ গ্রহণের সময় হিসেবে রোববার সন্ধ্যা চূড়ান্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) এই তথ্য জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর, বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ জোট। নজর ছিল নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তের উপর। তাঁরাও মোদিকে সমর্থনের কথা জানিয়েছেন। ওই বৈঠকে মোদিকেই এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে তিনি তিনবারের মতো প্রধানমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। এর আগে শুধু জওহরলাল নেহেরু তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।

দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল 'প্রাচান্দা', ভুটানের শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ জুগনাথও আমন্ত্রণ পেয়েছেন।

বাংলাদেশের সরকার প্রধানের দপ্তর থেকে শুক্রবার তার দিল্লি সফরে যাওয়ার কথা জানানো হলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যাবেন শনিবার।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০ আসন পেয়েছে, যা ২০১৯ এর ৩০৩ আসনের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম। গতবারের নির্বাচনে এনডিএ জোট ৩৫২ আসন পেলেও এবার ২৯৩ আসন পেয়েছে।

সরকার গঠনের জন্য ন্যুনতম ২৭২ আসন প্রয়োজন ছিল, যা বিজেপি এককভাবে অর্জনে ব্যর্থ হলেও এনডিএ জোটের মাধ্যমে তা জোগাড় করতে সক্ষম হয়েছে।

২০১৪ এর পর নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মোদি ও তার দল বিজেপি। এবার সরকার গঠনের জন্য মোদিকে মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিজেপির সবচেয়ে বড় দুই মিত্র চন্দ্রবাবু নাইডু (টিডিএম) ও নীতীশ কুমার (জেডিইউ) যথাক্রমে ১৬ ও ১২ আসন পেয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬