সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন নিহত
সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাবি'র ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাসহ ১০ জন নিহত হয়েছেন।
সাবেক মন্ত্রী রালফ কাসামাবারার শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে তাদেরকে বহনকারী বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া সামরিক বিমানটিতে ভাইস প্রেসিডেন্টের স্ত্রীসহ আরও ৯ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকালে মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানান, ‘প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাঁকে জানিয়েছেন তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে। সেখানে কেউ বেঁচে নেই।'
তিনি আরও বলেন, ‘ঘটনাটি এতটাই হৃদয়-বিদারক যে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটি একটি মারাত্মক ট্র্যাজেডি।’ চিলিমাকে অত্যন্ত ‘ভালো মানুষ’; ‘নিষ্ঠাবান পিতা’ ও ‘দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট’ উল্লেখ করে প্রেসিডেন্ট চাকভেরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
মালাবির প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানা গেছে, গতকাল (সোমবার) ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহন করে নিয়ে যাওয়া বিমানটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণ করার কথা ছিল। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছার আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি বিমানটি নিখোঁজ হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট লাজারাস চাকভেরাকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নির্দেশে মালাবির প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, বেসামরিক বিমান চলাচল বিভাগসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
দেশটির আর্মি কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি জানিয়েছেন, এই অনুসন্ধানকাজে ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে অংশ নিয়েছিল প্রতিবেশী দেশগুলো ছাড়াও আরও কয়েকটি দেশ।
সাওলোস চিলিমা ২০১৪ সাল থেকে মালাবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি ওয়েবসাইটে তাঁকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১