বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
(last modified Sun, 16 Jun 2024 07:22:04 GMT )
জুন ১৬, ২০২৪ ১৩:২২ Asia/Dhaka
  • বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

ঋণ ও অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং বাংলাদেশের সোনালি ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহককে যে নির্দিষ্ট ছকে নিজের তথ্য পূরণ করে ব্যাংকে জমা দিতে হয় সেই কেওয়াইসি নিয়মসহ নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করার জন্যেই এই জরিমানা ধার্য করা হয়েছে। তবে, এ কারণে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কোনও লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। এই জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

এদিকে, জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময়মতো ফেরাতে পারেনি সেন্ট্রাল ব্যাংক এর জন্যেও জরিমানা করা হয়েছে ভারতের এই সরকারি ব্যাংককে। এছাড়া অননুমোদিত ই–লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি।  

এর আগে সম্প্রতি বিদেশি মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এইচএসবিসি-কে মোটা অঙ্কের জরিমানা করেছিল আরবিআই।

জানা গেছে, নিয়ম ভঙ্গের খেসারত হিসেবে এইচএসবিসি-কে ৩৬ লাখ ৩৮ হাজার টাকার জরিমানা দিতে বলেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারও আগে নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি দুই বেসরকারি ব্যাংক- আইসিআইসিআই এবং ইয়েস ব্যাংককে জরিমানা করা হয়েছিল। ঋণ সংক্রান্ত নিয়ম এবং গ্রাহক পরিষেবা কার্যকলাপ সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছিল। এর জেরে আইসিআইসিআই ব্যাংককে ১ কোটি এবং ইয়েস ব্যাংককে ৯১ লাখ জরিমানা দিতে হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

ট্যাগ