হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত 
https://parstoday.ir/bn/news/event-i138964-হাজার_হাজার_আঞ্চলিক_যোদ্ধা_হিজবুল্লাহর_পক্ষে_যোগ_দিতে_প্রস্তুত
ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যের হাজার হাজার যোদ্ধা যুদ্ধ করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২৪ ১৮:১৭ Asia/Dhaka
  • হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত 

ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যের হাজার হাজার যোদ্ধা যুদ্ধ করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। 

যখন হিজবুল্লাহর সাথে ইসরাইলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করেছে বলে খবর বেরিয়েছে তখন প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে এই ঘোষণা এলো। 

দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদনের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। 

এদিকে, ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত প্রতিরোধ ফ্রন্টের একজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে বলেছেন, “আমরা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।” ওই কর্মকর্তা জানান, এরইমধ্যে ইরাকের কিছু সামরিক উপদেষ্টা লেবাননে পৌঁছে গেছেন।

অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা, আফগানিস্তানের ফাতেমিয়ান, পাকিস্তানের জায়নাবিয়ান এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরাইল-বিরোধী লড়াইয়ে অংশ নিতে লেবাননে আসতে পারেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৪