‘আঞ্চলিক যেকোনো নতুন উত্তেজনা যুদ্ধবাজদের বিরুদ্ধে কাজ করবে’
(last modified Sat, 06 Jul 2024 06:30:55 GMT )
জুলাই ০৬, ২০২৪ ১২:৩০ Asia/Dhaka
  • পিটার সিজার্তো-আলী বাকেরি কানি
    পিটার সিজার্তো-আলী বাকেরি কানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যেকোনো নতুন উত্তেজনা অবশ্যই যুদ্ধবাজদের জন্য ক্ষতিকর হবে।

গতকাল (শুক্রবার) হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজার্তোর সাথে ফোনালাপে তিনি একথা বলেন। বাকেরি কানি বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতার পক্ষে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে অবস্থান নেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের অপরাধের ধারাবাহিকতা এবং লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের হুমকির কারণে মধ্যপ্রাচ্য অঞ্চল নতুন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ইরানের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতি প্রমাণ করেছে যে, দখলদারদের টিকে থাকা অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার ওপর নির্ভর করে।

ফোনালাপের এক পর্যায়ে আলী বাকেরি কানি ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরির রোটেটিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় সিজার্তোকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরান ও হাঙ্গেরি সবসময়ই ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ইতিবাচক সম্পর্ককে আরো বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফোনালাপে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দৃশ্যপটে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আশা করেন, হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট থাকাকালীন তেহরান এবং বুদাপেস্টের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করবে। সিজার্তো এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর ওপর জোর দেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬