কোনো কোনো পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চায়: এরদোগান
(last modified Sat, 06 Jul 2024 07:41:14 GMT )
জুলাই ০৬, ২০২৪ ১৩:৪১ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রজব তাইয়্যেব এরদোগান
    ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পাশ্চাত্যের কোনো কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত। তবে তা সত্ত্বেও এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেন। 

কাজাখস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল (শুক্রবার) দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে, কোনো কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। 

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এরদোগান বলেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। তিনি বলেন, এটি নিশ্চিত যে, অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন এবং অস্ত্রবাজারের নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য সংলাপের কথা বলছে। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে এবং আশা করছে খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি সই করতে সক্ষম হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬

 

 

ট্যাগ