ন্যাটোকে চীনের হুঁশিয়ারি
‘ইউরোপের মতো এশিয়ায় বিশৃংখলা সৃষ্টি করতে আসবেন না’
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ার করে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপনারা গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান গতকাল (সোমবার) সাংবাদিকদের বলেন, "ন্যাটোকে একটি আঞ্চলিক প্রতিরক্ষামূলক সংস্থা হিসেবে তার অবস্থান মেনে চলতে হবে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা বন্ধ করতে হবে, স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং সংঘাতের প্রচারণা বন্ধ করতে হবে।"
আমেরিকায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যোগ দেবে বলে খবর বের হয়েছে। এরপর চীনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো। ৯ থেকে ১১ জুলাই এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যাটো জোটের তীব্র সমালোচনা করে বলেন, “মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোট ইউরোপে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন একই পদক্ষেপ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে না নেয়।”#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯