উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলা: অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত
(last modified Fri, 12 Jul 2024 11:41:39 GMT )
জুলাই ১২, ২০২৪ ১৭:৪১ Asia/Dhaka
  • হিজবুল্লাহর রকেট হামলা
    হিজবুল্লাহর রকেট হামলা

ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ।

সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরাইলি বাহিনীর ১৪৬তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটেলিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছ এবং এতে ইসরাইলি ঘাঁটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরাইলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলন্দাজ হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর এ হামলায় অন্তত একজন সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইহুদিবাদী বাহিনী বলেছে, ৩৩ বছর বয়সি মাস্টার সার্জেন্ট (রিজার্ভিস্ট) ভ্যালেরি চেফোনভ হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ