বিজেপির ‘গণতন্ত্র হত্যাদিবস’ র  নয়া ঘোষণা শুভেন্দুর
https://parstoday.ir/bn/news/event-i139622-বিজেপির_গণতন্ত্র_হত্যাদিবস’_র_নয়া_ঘোষণা_শুভেন্দুর
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২৪ ১৯:৪২ Asia/Dhaka
  • বিজেপির ‘গণতন্ত্র হত্যাদিবস’ র  নয়া ঘোষণা শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি।

আজ (রোববার)  রাজভবনের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে এ অভিযোগে বিজেপি অবস্থান ধর্মঘট করেছে। আর সেই ধর্মঘট মঞ্চ থেকেই ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ দিবস’কে সামনে রেখে বিজেপি নতুন এ কর্মসূচি ঘোষণা করল।

কোলকাতা হাই কোর্টের (Calcutta HC) অনুমতি সাপেক্ষে, একাধিক শর্ত মেনে আজ রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি করেছে রাজ্য বিজেপি।

শুভেন্দু বলেন, ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ দিবস’'র দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিজেপি। রাজ্যের প্রতিটি থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে বলে ঘোষণা দেন তিনি। ঐদিন দুপুর ১২টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তখনই বিজেপির পক্ষ থেকে তাঁদের কুশপুত্তলিকা পোড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া, নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে বিজেপির বলে জানান তিনি।

পর্যবেক্ষকমহলের এত, লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির ছন্নছাড়া পরিস্থিতি দেখে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ বিজেপি। ফের প্রতিবাদ, আন্দোলনের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে। তবে এ বিষয়ে কোলকতার মেয়র ফিরহাদ হাকিম তার  প্রতিক্রিয়ায় জানিয়েছেন,'দু কান কাটা নির্লজ্জ বিজেপি। ওদের পায়ের তলার মাটি নেই, প্রেসের দয়ায় বেঁচে আছে। ফলে বিজেপির কথায় আমরা গুরুত্ব দিই না।'#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।