হামাস এখনো তেল আবিব ও জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম
https://parstoday.ir/bn/news/event-i139720-হামাস_এখনো_তেল_আবিব_ও_জেরুজালেম_শহরে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাতে_সক্ষম
ইহুদিবাদী ইসরাইল বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনো তেল আবিব এবং আল-কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • হামাস এখনো তেল আবিব ও জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম

ইহুদিবাদী ইসরাইল বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনো তেল আবিব এবং আল-কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ১৪ হাজার যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন। তা সত্ত্বেও হামাস এখনো তেল আবিব ও জেরুজালেম শহরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম।

ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, গত নয় মাসে তারা হামাসের ৩৭ হাজার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনো বেঁচে রয়েছেন। হামাসের তিনটি ব্রিগেডের বিরুদ্ধে এখনো ইহুদিবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি বাহিনীর বক্তব্য অনুসারে- তাদের ৬৮২ জন সেনা নিহত এবং ৯ হাজারের বেশি আহত হয়েছে। আহতদের প্রায় ৩৬ ভাগ মানসিক সমস্যায় ভুগছে।#

পার্সটুডে/এসআইবি/১৮                                          

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।