ঢাকায় ৩ পুলিশ সদস্য নিহত, সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫৩২: ডিএমপি মুখপাত্র
https://parstoday.ir/bn/news/event-i139840-ঢাকায়_৩_পুলিশ_সদস্য_নিহত_সহিংসতার_ঘটনায়_গ্রেফতার_৫৩২_ডিএমপি_মুখপাত্র
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২২, ২০২৪ ১৮:২৪ Asia/Dhaka
  • ঢাকায় ৩ পুলিশ সদস্য নিহত, সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫৩২: ডিএমপি মুখপাত্র

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন।

ফরাসি বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেছেন, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী আহমেদ এবং জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ারও রয়েছেন। এছাড়া, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা আমিনুল হককেও আটক করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র জানান, রাজধানীতে অশান্তির সময় অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরো প্রায় এক হাজার আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬০ জনের অবস্থা গুরুতর।

বিএনপির মুখপাত্র এ কে এম ওয়াহিদুজ্জামান অবশ্য তার দলের গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের প্রসঙ্গে এএফপিকে বলেন, ''গত কয়েক দিনে দেশব্যাপী কয়েক শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।''

এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। যোবায়েরকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দের গ্রেফতার ও ৫ দিনের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল রাজনীতিবিদ ও ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।#

পার্সটুডে/এমএআর/২২