কারাবন্দী বিনিময় সংক্রান্ত চুক্তি সই করল ইরান ও মালয়েশিয়া 
(last modified Thu, 25 Jul 2024 05:34:50 GMT )
জুলাই ২৫, ২০২৪ ১১:৩৪ Asia/Dhaka
  • কারাবন্দী বিনিময় সংক্রান্ত চুক্তি সই করল ইরান ও মালয়েশিয়া 

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়ার মধ্যে কারাবন্দী বিনিময় সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে অবস্থিত পুত্রাজায়া শহরে ইরান ও মালোশিয়ার মধ্যে গতকাল (বুধবার) এই চুক্তি সই হয়। 

চুক্তিতে সই করেন মালয়েশিয়ায় ইরানের রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদী এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতুক রুজি উবি। মালয়েশিয়ার এ কর্মকর্তা আশা করেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। চুক্তি সইয়ের অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত বলেন, বিচার বিভাগীয় কূটনীতির ক্ষেত্রে দুই দেশ উন্নতির পথে রয়েছে।

২০২৩ সালের মার্চ মাস থেকে ইরান ও মালয়েশিয়ার মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে চুক্তি সইয়ের জন্য আলোচনা চলে আসছিল।  নতুন চুক্তির ফলে ইরান এবং মালয়েশিয়ার কারাবন্দীরা নিজেদের দেশে ফিরে যেতে পারবেন এবং নিজেদের দেশের কারাগারেই সাজার মেয়াদ সম্পন্ন করবেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

 

 

ট্যাগ