তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো
https://parstoday.ir/bn/news/event-i140060-তৃতীয়বারের_মতো_ভেনিজুয়েলার_প্রেসিডেন্ট_নির্বাচিত_হলেন_নিকোলাস_মাদুরো
সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৯, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • বিজয় উদযাপন করছেন নিকোলাস মাদুরো
    বিজয় উদযাপন করছেন নিকোলাস মাদুরো

সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির জাতীয় নির্বাচনী পরিষদের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানিয়েছেন, ৬১ বছর বয়সী মাদুরো রোববার প্রদত্ত ভোটের ৫১.২ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪.০২ শতাংশ ভোট।

ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বলেছে, ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্র অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ভেনিজুয়েলার নির্বাচনের ঘোষিত ফলাফল সঠিক নয় এবং তা জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন নয়।

এদিকে, বিরোধীদের অভিযোগের বিষয়ে মাদুরো বলেছেন, ‘আমরা এই চলচ্চিত্র বহু আগেই দেখেছি। চরম ডানপন্থীদের পদক্ষেপ। এই কৌশলটি প্রথম ২০ বছর আগে দেখা গিয়েছিল। তারা ফলাফলকে কলঙ্কিত করার জন্য প্রতারণার দাবি করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে আমরা নির্বাচনে বিজয়ের অকাট্য প্রমাণ দেব।’

লাতিন আমেরিকার দেশটি ভেনিজুয়েলায় গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গতকালের নির্বাচনে জয়ী হওয়ায় মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

দীর্ঘ ২৫ বছর ভেনিজুয়েলার ক্ষমতায় আছে সমাজতন্ত্রী পিএসইউভি পার্টি। হুগো চ্যাভেজের নেতৃত্বে দলটি প্রথম ক্ষমতায় আসে। চ্যাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর ২০১৩ সাল থেকে টানা দুই মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাদুরো।#

পার্সটুডে/এমএআর/২৯