পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান
তেহরানে আসতে শুরু করেছেন বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বিদেশী রাষ্ট্রীয় মেহমান ও বিশিষ্ট ব্যক্তিরা তেহরান আসতে শুরু করেছেন। আগামীকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইরানের জাতীয় সংসদের বার্তা সংস্থা আইসিএএনএ জানিয়েছে, এরই মধ্যে কিউবা, কলম্বিয়া, মঙ্গোলিয়া, মালটা, নাইজার, লিবিয়া, গাম্বিয়া, সুদান, মিয়ানমার, ইকুয়েডর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং মাদাগাস্কার থেকে রাষ্ট্রীয় মেহমানরা তেহরান এসে পৌঁছেছেন। ৬৯ বছর বয়সী হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ানকে জাতীয় সংসদের সদস্য, বিচার বিভাগের প্রধান এবং সাংবিধানিক পরিষদের সদস্যদের সামনে শপথ নিতে হবে।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ৭০ জনের বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবং দেশি-বিদেশি ৬০০ সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাম্যান এ অনুষ্ঠান কভার করবেন।
গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আনুষ্ঠানিকভাবে মাসুদ পেজেশকিয়ানকে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন। সে কারণে গতকাল থেকেই তার চার বছরের মেয়াদকাল শুরু হয়েছে।
গত ৫ জুলাই অনুষ্ঠিত রান অফ নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন বলে পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন। নতুন প্রেসিডেন্টকে সব ধরনের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ নেতা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯