আইসিসিতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ স্থগিত করল ব্রিটেন
https://parstoday.ir/bn/news/event-i140104
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে অনুরোধ জানিয়েছেন তা আটকে দেয়ার প্রক্রিয়া থেকে সরে গেছে ব্রিটেনের লেবার সরকার।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • আইসিসিতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ স্থগিত করল ব্রিটেন

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে অনুরোধ জানিয়েছেন তা আটকে দেয়ার প্রক্রিয়া থেকে সরে গেছে ব্রিটেনের লেবার সরকার।

ব্রিটিশ সরকার বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন তা প্রত্যাহার করছে লেবার সরকার। 

তবে ব্রিটেনে ইহুদিবাদী লবি বোর্ড অফ ডেপুটিস অপ ব্রিটিশ জিউস ব্রিটিশ সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের ইতিহাসে এর আগে কখনো এত দেশ যুদ্ধাপরাধের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারি পরোয়ানা আটকানোর চেষ্টা করেনি।  আইসিসির প্রধান কৌঁসুলি আদালতের কাছে নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ জানানোর পর ব্রিটেন, জার্মানি, আমেরিকা এবং আরো কয়েকটি দেশ এই গ্রেফতারি পরোয়ানা আটকানোর জন্য উঠে পড়ে লাগে। অন্যদিকে নরওয়ে, স্পেন এবং দক্ষিণ আফ্রিকার মতো কয়েকটি দেশ গ্রেফতারি পরোয়ানা জারির পক্ষে অবস্থান নেয়। কিন্তু ব্রিটেনে নতুন নির্বাচনের মাধ্যমে লেবার দল ক্ষমতায় আসার পর দেশটির অবস্থানে পরিবর্তন এসেছে। 

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাতে বেশ কয়েক মাস দেরি হতে পারে। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মাত্র এক মাসের মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি এবং কোনো দেশ তখন এর বিরোধিতা করেনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০